‘পরমাণু-কন্যা’ লিজা মেইৎনার

১৯ এবং ২৯ – হ্যাঁ, যথাক্রমে ১৯ এবং ২৯বার রসায়ন এবং পদার্থবিদ্যাতে নোবেল পুরষ্কারের জন্য নমিনেশন পেয়েছিলেন লিজা মেইৎনার। কিন্তু সেই মেয়ের ভাগ্যে নোবেল ছিল না। এ কেবল লিজারই দুর্ভাগ্য নয়। এই দুর্ভাগ্য নোবেল কমিটির। কিন্তু তাই বলে ৪৮ বারের সুপারিশেও একটি পুরষ্কারকে যখন বিবেচনা করা গেল না - সে কেবল বিজ্ঞান নয়, মনুষ্যত্বেরও ভ্রান্তি। লিজা মেইৎনারকে আরও অনেক মানুষের চেনা উচিত। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ২৫)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 23 August, 2021 | 573 | Tags : Lise Meitner Otto Hahn Nuclear Fission Atom Bomb Manhattan Project Series on Female Scientists